গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়ার যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১২, ২০২২ ১১:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ১১:০২ পূর্বাহ্ণ
নিউজ ডেস্ক
“এক প্রাণে মিলিত আমাদের মানবিক সমাজ” – শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে বসবাসরত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দাদের সেবামূলক সংগঠন “গোলাপগঞ্জ সোসাইটি অব পেনসিলভেনিয়া”। সোসাইটি গঠনের লক্ষ্যে গত ৬ ফেব্রুয়ারি রোববার নর্থইস্ট ফিলাডেলফিয়ার আল শাম রেস্টুরেন্টে ফারুক আহমেদের সভাপতিত্বে এবং হাসান আহমেদের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আকছার মুহাম্মদ জুনেদ। সভায় সর্বসম্মতিক্রমে সোসাইটির সভাপতি হিসেবে সালা ইউ খান, সাধারণ সম্পাদক হিসেবে হাসান আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে সালাম এ খানকে দায়িত্ব দিয়ে ২০২২-২৩ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়। এছাড়া উপদেষ্টা পরিষদের উপদেষ্টাবৃন্দ হলেন মুহাম্মদ গোলাম রহমান চৌধুরী বাবুল, মাহমুদ চৌধুরী মামুন, শাহিন খান, এ আর খান লাভলু, স্বরণ এ খান, ফলিক উদ্দিন খান এবং রেজওয়ান শিপার। সোসাইটির কার্যকরী পরিষদের সহ-সভাপতি হিসেবে আছেন ওলিউর রহমান খান বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক আকছার মুহাম্মদ জুনেদ, সহ-কোষাধ্যক্ষ আব্দুল হাফিজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এহসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম ফয়সল, প্রচার সম্পাদক আরিফ মুহাম্মদ, দপ্তর সম্পাদক রেজাদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুনেদ আহমদ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাওছার খান, যুব ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রাহিম উদ্দিন রিমন, মহিলা বিষয়ক সম্পাদিকা মনিরা বেগম এবং নির্বাহী সদস্যবৃন্দ হচ্ছেন জাকারিয়া হোসেন উজ্জ্বল, রুহুল আহমেদ স্বপন, মাহবুব সানী, ফরহাদ রেজা ও ইব্রাহিম খান।