• আজ সন্ধ্যা ৬:১৭, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করুন

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২৩, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। আবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করাটা কোনোভাবে বোধ গম্য নয়। মানুষের জীবন কঠিনভাবে কাটছে। মানুষের কষ্টের কথা ভাবুন, মানুষ যাতে কমদামে জিনিসপত্র কিনতে পারে সে ব্যবস্থা নিন। মানুষের কষ্ট হয় এমন প্রস্তাব বাদ দিন। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি ও টেন্ডারবাজি চলছে। দুর্নীতি ও টেন্ডারবাজি বন্ধ না করলে সমাজ ও রাষ্ট্রে বিপর্যয় নেমে আসবে। তিনি আরও বলেন, মানুষের তৈরি বিধান দিয়ে মানুষের শান্তি ও মুক্তি সম্ভব নয়। শান্তি ও মুক্তি পেতে হলে আল্লাহর জমিন আল্লাহর বিধান দ্বারায় পরিচালিত করতে হবে। তিনি প্রতিটি মানুষের কাছে খেলাফতের দাওয়াত পৌছিয়ে দিতে দলীয় নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আজ সকালে বাংলাদেশ খেলাফত মজলিস শরীযতপুর জেলার আল জাজিরা থানার উদ্যোগে আয়োজিত উলামা ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শাখা সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমদ উসমানী ও জামিয়া উসমানিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু বকর। বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল আলিম হাসেমী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি খবীর উদ্দীন, মুফতি মাহবুবুর রহমান জিয়া, মাওলানা নাফিসুর রহমান নেকির, মাওলানা আশেক এলাহী, মাওলানা আনিছুর রহমান, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আরিফুল ইসলাম মানিক, মাওলানা আব্দুর রহমান মল্লিক, মাওলানা মাহমুদুল হাসান জান্নাত প্রমূখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ