গ্যাসের দাম বেড়ে দুই চুলা ১০৮০ টাকা, এক চুলা ৯৯০
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৫, ২০২২ ১০:০৬ পূর্বাহ্ণ

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়িয়ে মাসে এক চুলার বিল ৯৯০ টাকা করা হয়েছে। আর দুই চুলা করা হয়েছে এক হাজার ৮০ টাকা। এতদিন দুই চুলার বিল ছিল ৯৭৫ টাকা। আর এক চুলার বিল ৯২৫ টাকা। অর্থাৎ গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭৮ শতাংশ বাড়ানো হয়েছে।
এর আগে গ্যাসের মাসিক বিল দুই চুলার ক্ষেত্রে এক হাজার ৮০ টাকা ও এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি।
গ্যাসের গড় মূল্যহার প্রতি ঘনমিটার ৯ দশমিক ৭০ টাকা থেকে ২২ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি করে প্রতি ঘনমিটার ১১ দশমিক ৯১ টাকায় নির্ধারণ করা হয়েছে। এ বিল জুন মাস থেকেই প্রযোজ্য ও কার্যকর হবে।
এই দাম বৃদ্ধির পরও ১১ হাজার ৮০০ টাকা ভর্তুকি দিতে হবে বলে জানা গেছে।
পেট্রোবাংলার এলএনজি আমদানি ব্যয় মেটাতে এই ভর্তুকি দেবে বিইআরসি ৷ এরমধ্যে জ্বালানি নিরাপত্তা তহবিল থেকে তিন হাজার ৩০০ কোটি টাকা। এছাড়া গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির
কর-পরবর্তী নীট পুঞ্জিভূত মুনাফার প্রায় ১৭ শতাংশ হিসেবে দুই হাজার ৫০০ কোটি টাকা এবং সরকারকে ভর্তুকি দিতে হবে ছয় হাজার কোটি টাকা।
তবে বাড়েনি সিএনজির দাম।
স্বাধীন খবর ডটকম/আ আ
