• আজ সন্ধ্যা ৭:৩৫, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঘৃণা করলেই দুর্নীতি-দুর্বৃত্তায়ন বিদায় নেবে : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ৩, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, ‘গুণীজনদের সম্মান না করলে যেমন সমাজে গুণীজণ তৈরি হয় না, তেমনি সৎ ও আদর্শবানদের সম্মান না করলে সমাজে সৎ ও আদর্শবান তৈরি হয় না।’ তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের সম্মান করলে সমাজ দুর্নীতিবাজে ছেয়ে যাবে। তাই দুর্নীতিবাজদের ঘৃণা করতে হবে। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তায়নে জড়িতদের ঘৃণা করলেই সমাজ থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বিদায় নেবে।’

আজ শুক্রবার (৩ জুন) রাজধানীতে এক অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন।

একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমকে সংবর্ধনা দিয়েছে উত্তরা কালচারাল সোসাইটি (ইউসিএস)। উত্তরা কালচারাল সোসাইটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে উত্তরা সেক্টর ৬ এর বিসিক মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে সংবর্ধিত করা হয় এই গুণী শিল্পীকে। উত্তরা কালচারাল সোসাইটির সদস্যদের নাচ, গান আর আবৃত্তিতে উৎসবমুখর হয়ে ওঠে গুণী কণ্ঠশিল্পী খুরশিদ আলমের সংবর্ধনা অনুষ্ঠান।

উত্তরা কালচারাল সোসাইটির সভাপতি শেরিফা কাদের এমপির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক রবিউল মাহমুদ ইয়ং।

সংবর্ধিত প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশিদ আলমের হাতে সম্মাননা এবং ক্রেস্ট তুলে দেন শেরীফা কাদের এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ দুলাল, বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান এবং উত্তরা কালচারাল সোসাইটির উপদেষ্টা প্রকৌশলী মো. ইউনুস আলী।

 

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ