• আজ দুপুর ১২:৫২, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৭:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৭:২২ অপরাহ্ণ

 

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে সাবেক সাংগঠনিক সম্পাদিকা গুলজার বেগমের নেতৃত্বে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গুলজার বেগম মহিলা দলের সধারণ সম্পাদিকা অ্যাডভোকেট সুলতানার মুক্তির দাবী করে বলেন, দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ক্ষমতাসীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। তাই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বর্তমান অগণতান্ত্রিক সরকারের পদত্যাগের দাবিতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলাদল, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, কানিজ ফাতেমা মিতা, মর্জিনা মির্জা, শামীমা নাসরীন, আলতাজ বেগম, কমলা তানিয়া, সুরাইয়া বেগম আকাশী, কোহিনুর বেগম, নুরজাহান বেগম, খালেদা বেগম, কোতোয়ালি নেত্রী নাজমা বেগম, সুমি আকতার, আলেয়া বেগম, জেসমিন, নুরজাহান, তাহেরা, মিনু, নিলু, বিউটি, জাহানারা, রেশমা, মুননি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!