• আজ রাত ১০:০৭, বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১:৫০ অপরাহ্ণ

 

চাঁদপুর প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়েছে। বুধবার (৯ মার্চ) বিকেলে শহরের জেএম সেনগুপ্ত রোডের বিএনপি কার্যালয় ও মনিরা ভবনের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পু‌লিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ সময় অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) আ‌সিফ ম‌হিউ‌দ্দিনের নেতৃ‌ত্বে বিপুল সংখ্যক পু‌লিশ জেলা বিএন‌পির আহ্বায়ক শেখ ফ‌রিদ আহ‌মেদ মানি‌কের বাস ভব‌নে প্রবেশ ক‌রে তল্লা‌শি চালায়। তল্লা‌শিকা‌লে দুজন‌কে আটক ক‌রে প্রাথ‌মিক জিজ্ঞাসাবাদ ক‌রে ছে‌ড়ে দেয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দল একটি ট্রাকে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। রাস্তা অবরোধ করে সমাবেশ করলে পুলিশ বাধা প্রদান কর‌লে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় দ‌লের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ‌তে সদর ম‌ডেল থানার ও‌সিসহ ৭ জন পু‌লিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

এ বিষ‌য়ে চাঁদপুর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর র‌শিদ ব‌লেন, সংঘর্ষের সময় স্বেচ্ছাসেবক দল নেতাকর্মী‌দের ছোড়া ইট-পা‌ট‌কেলের আঘাতে ৭ জন পু‌লিশ সদস্য আহত হ‌য়। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন বলেন, রাস্তা অবরোধ করে সমাবেশ করায় পুলিশ আন্দোলনকারীদের বাধা প্রদান করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ