চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা : সিইসি হাবিবুল আউয়াল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর কাজী হাবিবুল আউয়াল গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় গণমাধ্যমের কাছে নিজের অনুভূতি ও নির্বাচনি চ্যালেঞ্জের বিষয় নিয়ে বেশকিছু কথা বলেছেন।
বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার পর চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা। নির্বাচন কমিশনের ওপর বিএনপির আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপি বলছে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না। আমাদের চেষ্টা থাকবে বিএনপির মতো বড় দলকেও নির্বাচনে নিয়ে আসা। বিএনপি যাতে নির্বাচনে অংশগ্রহণ করেন সেটির চেষ্টা থাকবে নির্বাচন কমিশনের।
তিনি আরো বলেন, সকলে সহযোগিতা না করলে এবং রাজনৈতিক ক্রাইম যেটাকে বলা হয়, পরিবেশটা যদি নির্বাচন অনুকূল না হয়, সেখানে সকলের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। তাহলে হয়তো কিছুটা সফলতা আনা যেতে পারে।
গণমাধ্যমের ভূমিকার বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকায় অবস্থান করতে হবে। নির্বাচী চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জ ছাড়া মানুষের অগ্রগতি হয় না।