ছাতকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ৮, ২০২২ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ৮, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

ছাতক প্রতিনিধিঃ
ভারতে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে ছাতকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন তৌহিদি জনতা। বৃহস্পতিবার বাদ জোহর কটুক্তির প্রতিবাদে শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিগন খন্ড-খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে এসে জড়ো হয়। পরে ট্রাফিক পয়েন্টে এক বিশাল মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ সভায় মিলিত হন তৌহিদি জনতা। কটুক্তির প্রতিবাদে ৯জুন বৃহস্পতিবার বাদ জোহর শহরের জালালিয়া আলিম মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
