ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, বিল্লাল আহমদ, আবুল হাসনাত, আবু বক্কর সিদ্দীক, নূরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল কাদির, একাডেমিক সুপারভাইজার সোয়েব আহমদ, নোয়াকোট বিজিবি ক্যাম্প কমান্ডার মোরশেদ আলম প্রমুখ। পরে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। সভায় পুলিশ পরিচয়ে বিকাশ প্রতারনা ও কৈতক সাউথ-ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজের প্রভাষকের উপর হামলার বিষয়টি প্রাধান্য পায়।