ছাতকে মনিপুরী সম্প্রদায়ের বসন্ত রাসলীলা উৎসব সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ২২, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মনিপুরী সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের ৫৯বসন্ত রাসলীলা উৎসব মঙ্গলবার উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধনিটিলা গ্রামে অনুষ্ঠিত হয়েছে। শ্রীকৃষ্ণের বসন্ত রাসলীলা উৎসব উপলক্ষে মনিপুরী সম্প্রদায় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল। সমরজিত শর্ম্মার সভাপতিত্বে ও রাসলীলা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার সিংহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর, ছাতক উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরোচীপ সংগ্রাম সিংহ, মনিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রিয় সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাধারন সম্পাদক কমলা বাবু সিংহ, মনিপুরী সমাজকল্যাণ সমিতির সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান নির্মল সিংহ, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কৃষ্ণধন সিংহ, ইউপি সদস্য শফিক আলী, ব্যবসায়ী রেনু মিয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাাম ফজল। সভায় স্বাগত বক্তব্য রাখেন, অমর সিংহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, রতন সিংহ। বক্তব্য রাখেন উপদেষ্টা ইন্দ্রমোহন সিংহ, ব্রজেন্দ্র সিংহ, ব্রজেন্দ্র শর্ম্মা, ধনমনি সিংহ, স্বপন সিংহ, উদযাপন কমিটির সহ সভাপতি সুভাষ সিংহ, রঘুমনি সিংহ, সহ সাধারন সম্পাদক নির্মল সিংহ রমল, কোষাধ্যক্ষ নিরঞ্জন সিংহ প্রমুখ। রাসলীলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল এর সহধর্মিনী মিসেস জায়সওয়াল জায়সওয়াল ও কন্যা শ্রীমতি জায়সওয়াল।