• আজ সকাল ৬:১২, বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২৮, ২০২২ ১:১৫ অপরাহ্ণ

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় মাঠে শান্তির পায়রা উড়িয়ে ও মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি। এর আগে প্রধান অতিথি বিএনসিসি ক্যাডেটদের দেয়া গার্ড পরিদর্শন করেন। গার্ড পরিদর্শন শেষে বিদ্যালয়ের স্কাউটস ইউনিট, গার্লস ইন স্কাউটস ও বিএনসিসি’র সু-সজ্জিত দল তাদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ প্রদর্শন করে। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুরে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখাতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। বর্তমার সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী ছিলেন। তিনি আরো বলেন, ছাতকস্থ সিলেট পাল্প এন্ড পেপার মিল বিরাষ্ট্রীয়করন ছিল একটি সুক্ষè ষড়যন্ত্র। এ অঞ্চলকে অন্ধকারাচ্ছন্ন করার লক্ষ্যেই বিএনপি-জামাত জোট সরকারের আমলে ঘুষ-দূর্নীতির মাধ্যমে পানির মূল্যে বিক্রি করা হয়। এমপি মানিক বিষ্ময় প্রকাশ করে বলেন, শিল্পকারখানা ক্রয়-বিক্রয় হতে পারে, শিক্ষা প্রতিষ্ঠান নয়। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটি ওই সময় জাতীয়করণ করার উপযোগি ছিল। কিন্তু এটাকে সঠিক পরিচর্যা না করে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। এখন সময় এসেছে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনার। প্রধান শিক্ষক হারাধন তালুকদারের সভাপতিত্বে এবং শিক্ষক মাহবুব হোসেন ও একরাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক রহমান তানভীর। প্রধান অতিথির উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, সহকারী শিক্ষক তমাল পোদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির, পৌর কাউন্সিলর রশিদ আহমদ খছরু, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, ছাতক পাথর সমবায় সমিতির সাধারন সম্পাদক সমছু মিয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, সাবেক কাউন্সিলর আছাব মিয়া, মল্লিকপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিসুর রহমান চৌধুরী সুমন, প্রধান শিক্ষক কামাল উদ্দিন, মাদ্রাসা সুপার বদরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কুহিন চৌধুরী, মিনহাজুর রহমান তাপস, আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, জামাল মিয়া, আব্দুল্লাহ, উকিল আলী, নূরুল ইসলাম, আতাউর মোল্লা, আফতাব আলী, আরজ আলী, জালাল উদ্দিন, মনির আলী, বাবুল মিয়া, যুবলীগ নেতা জাকির হোসেন, ইয়াহিয়া আবেদীন বাবু, সোয়েবুর রহমান, জাকারিয়া আবেদীন, শামীম আহমদ, মতিন মিয়া, পাভেল আহমদ, ইমরান হোসেন, মাহমুদুর রহমান শাহিন, রুবেল আহমদ, আহসানুল হক মিলন, সহিদুল হক জনি, সামছুদ্দিন, মেহেদী হাসান সুহেল, মবিনূর রহমান, ইমরান হোসেন আবিদ, জাকারিয়া, মাহফুজুর রহমান তুহিন প্রমূখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ৭ম শ্রেনীর ছাত্র আমির হামজা ও গীতা পাঠ করেন ১০ শ্রেনীর ছাত্রী অর্পা ঘোষ তৃষা। বিদ্যালয়ে আগত অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া উপলক্ষে ছাত্র-ছাত্রীদের রকমারি সাঝে সজ্জিত চারটি স্টল পরিদর্শন করেন। এসময় স্টলের দায়িত্বে থাকা শিক্ষার্থীরা তাদের নিজস্ব তৈরী বিভিন্ন রকমের পিঠাসহ রকমারি খাবার পরিবেশন করেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ