ছাতক সরকারি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ৩:৫২ অপরাহ্ণ
ছাতক প্রতিনিধিঃ
ছাতকে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ছাতক সরকারি ডিগ্রি কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজের হলরুমে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুলসী চরণ দাসের সভাপতিত্বে ও প্রভাষক আলমগীর হোসেনর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আমির আলি বাদশা, বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র ধর। বক্তব্য রাখেন, প্রভাষক বাকির হোসেন হাওলাদার, প্রভাষক রূপা রাণী দাস, প্রভাষক মোছাঃ মুনতাহা কবিতা, প্রভাষক রাজীব কুমার দাস, প্রভাষক জাকির আলী, প্রভাষক আব্দুল হামিদ, প্রভাষক অনন্ত কুমার দাস, প্রভাষক শাহেদ আহমদ, প্রভাষক দিপালী রাণী দাস, প্রভাষক অমিতাভ দাস, প্রভাষক লুবনা ফেরদৌসী প্রমুখ। সভা শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা ও সংগীত প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।