ছাত্রদলের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে ছাত্রলীগ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৮:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২, ২০২২ ৮:২৫ পূর্বাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২৪ ও ২৫ জুন ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা ভয়াবহ আক্রমণ চালিয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। জাতি এতে মর্মাহত হয়েছে। ৫০ জনের বেশি ছাত্রদলের নেতাকর্মী আহত হয়েছেন। পরিকল্পিতভাবে ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।’
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে রাজধানীর বাসাবোতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের তিন জন আহত নেতাকে দেখার পর সাংবাদিকদের সামনে এসব অভিযোগ করেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, এ দিন বিএনপির মহাসচিব বাসাবোর হেলথ এইড হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও হাইকোর্টে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত মহানগর উত্তর ছাত্রদল কর্মী শাহাবুদ্দিন শিহাবকে দেখতে যান। তিনি সেখানে তাদের স্বাস্থ্যের সর্বশেষ খোঁজ নেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
ছাত্রদলের তিন নেতাকে দেখে এসে মির্জা ফখরুল বলেন, ‘ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়, জনগণের ভালোবাসায় নয়। এটা তাদের মৌলিক চরিত্র। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসের মধ্য দিয়ে রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে। সন্ত্রাস করে, ভয়ভীতি দেখিয়ে আবারও আগামী নির্বাচন পার হতে চায়। দেশের মানুষ এবার তা হতে দেবে না।’
ফখরুল দাবি করেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দেশের মানুষ কোনও রকম সন্ত্রাসকে জায়গা দেবে না।’
এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘পদ্মা সেতুর ব্যাপারে আমি কথা বলি না।’
এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুগ্ম আহ্বাক ইউনুস মৃধা ও শায়রুল কবির খান।
স্বাধীন খবর ডটকম/আ আ
