ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়েছে বিদায়ী সাধারণ সম্পাদক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট
ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়েছেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। তিনি বলেন, ‘ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে ছাত্রদলের যে কমিটি গঠন হয়েছিল তার মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। তাই নতুন কমিটি হবে এটাই স্বাভাবিক। আমাদের অভিভাবক তারেক রহমান যাদের যোগ্য মনে করেছেন তাদের হাতে ছাত্রদলের নেতৃত্ব তুলে দিয়েছেন। আমি দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে স্বাগত জানাই। পাশাপাশি আগামী দিনে যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তাদের পাশে থাকবো এবং আন্দোলন-সংগ্রামে আমার জায়গা থেকে অবশ্যই ভূমিকা রাখবো।’
উল্লেখ্য, নতুন কমিটিতে কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের ৫ জনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সুপার ফাইভের অন্য তিন নেতা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া। গতকাল রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাধীন খবর ডটকম/আ আ
