ছাত্রদল দিয়ে অগ্নিসন্ত্রাসের অপচেষ্টায় বিএনপি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২৮, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ

টাফ করেসপন্ডেন্ট
ছাত্রদলকে লেলিয়ে দিয়ে বিএনপি দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ওসম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার (২৮ মে) লালমনিরহাট সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বর্ধিতসভায় এমন মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে দিয়ে নৈরাজ্য করেছে। এছাড়াও সারাদেশে ছাত্রদলকে লেলিয়েদিয়ে দেশে আবারও অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের পাঁয়তারা করছে। দলীয় নেতৃবৃন্দকে সজাগ থাকতে বলা হয়েছে। দেশবাসীকেসঙ্গে নিয়ে বিএনপির এই অপচেষ্টা প্রতিহত করা হবে।
হাছান মাহমুদ বলেন, বিএনপি ২০০৯ সাল থেকে পল্টন অফিসে বসে আওয়ামী লীগের বিদায় ঘণ্টা বাজাচ্ছে। বিদায়ঘণ্টার স্বপ্ন দেখতে দেখতে নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্বপ্ন যে কেউ দেখতেই পারে কিন্তু দিবাস্বপ্ন দেখে কোনো লাভনেই। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকসহ দাতা সংস্থা যেন এগিয়ে না আসে সেজন্যও তারানানা অপচেষ্টা চালিয়েছে। কিন্তু নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে দেখে জনগণ তাদের ধিক্কার দিচ্ছে। তাই তাদের মাথাখারাপ হয়ে গেছে। মির্জা ফখরুল দিনে এক কথা বলছে রাতে আরেক কথা বলছে। গয়েশ্বর বাবুও সকালে এক কথা বলেতো রাতে আরেক কথা।
তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। ২১০০ সালকে কেন্দ্র করে দেশেডেল্টা প্ল্যান হাতে নেওয়া হয়েছে। সারাদেশকে ফিজিক্যালি উন্নত করার লক্ষে কাজ চলছে। সেই মহাপরিকল্পনায় তিস্তানিয়েও পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক আইনজীবী মতিয়ার রহমান, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনেরনেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
