ছেলের শখ পূরণ করতে আর্জেন্টিনার পতাকার রঙে ভবন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ৭, ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ

আগামী ২০ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। আর মাত্র কয়েকদিন বাকি। এর মধ্যেই ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে ফুটবল প্রেমিরা। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় বিক্রি শুরু হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি।
প্রতিবার বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চলে মাতামাতি। শহরের বিভিন্ন বাসা-বাড়ির ছাদে শোভা পায় ব্রাজিল ও আর্জেন্টিনার বড় বড় পতাকা। প্রজেক্টরের মাধ্যমে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা দেখার ব্যবস্থা করেন সমর্থকরা। অনেক সময় ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় অপ্রীতিকর ঘটনাও ঘটে। চলতি বছরও বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে শহরে দেদারছে বিক্রি হয় ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা ও জার্সি। ইতিমধ্যেই স্কুল পড়ুয়া ছেলের শখ মেটাতে আর্জেন্টিনার পতাকার আদলে নিজের বহুতল বিশিষ্ট ভবনের রঙ করেছেন অ্যাডভোকেট মাহবুবল আলম খোকন। ছেলে রেজাউল রাব্বির শখ মেটাতে তিনি শহরের মধ্যপাড়ার তালতলা এলাকায় অবস্থিত বহুতল বিশিষ্ট ভবনটি আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করেছেন।
এছাড়া মধ্যপাড়ার বসাকপাড়ার বহুতল বিশিষ্ট ভবনটি তিনি তার দুই কন্যা নওরিন ও নওশিনের আবদার মেটাতে ব্রাজিলের পতাকার আদলে রঙ করার উদ্যোগ নিয়েছেন।
খোকন ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ায় অবস্থিত ঐহিত্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি। বর্তমানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকার ফুটবল প্রেমীরা অ্যাডভোকেট খোকনের আর্জেন্টিনার পতাকার আদলে রঙ করা বাড়িটি দেখতে আসেন।
অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন বলেন, তার স্ত্রী ও ছেলে রেজাউল রাব্বি আর্জেন্টিান সমর্থক। ছেলেন শখ পূরন করতেই আর্জেন্টিনার পতাকার আদলে এই ভবনের রঙ করেছেন। তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই কন্যা নওশিন ও নওরিন ব্রাজিলের সমর্থক। কন্যাদের শখ পূরণ করতে মধ্যপাড়ার বসাকপাড়ার বহুতল বিশিষ্ট ভবনের রঙ ব্রাজিলের পতাকার আদলে করবেন। তিনি বলেন, ভবনের রঙ যাই করিনা কেন, সব সময় আমার নিজ দেশের পতাকার মান সর্বোচ্চ রেখেছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলা ফুটবল। কয়েকদিন পর বসবে ফুটবল বিশ্বকাপের আসর। খেলাকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এদিকে সবাইকে খেয়াল রাখার জন্য সবার প্রতি আহবান জানান তিনি।
স্বাধীন খবর ডটকম/আ আ
