• আজ বিকাল ৪:১৭, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলের শেষ ফোন: বাবা, আমার পা উড়ে গেছে, কলমা পড়িয়ে দাও

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ৫, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের আর্তচিৎকারে বাতাস ভারী হয়ে উঠছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হচ্ছেন পরিবারের সদস্যরা। একজন বাবা বলছেন, ছেলেটি শেষবারের মতো ফোন দিয়ে বলেছিল- বাবা, আমার পা উড়ে গেছে, কলমা পড়িয়ে দাও।

চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা ফরিদুল হক চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলে মমিনুল হকের সঙ্গে শেষ কথোপকথনের এই বিবরণ দিচ্ছিলেন। তিনি বলেন, রাত সাড়ে ৯টার দিকে ফোন দিয়ে ছেলে বলে- ‘বাবা, আমার এখানে কিছুক্ষণ পরপর ব্লাস্ট হচ্ছে। সম্ভবত আমি মারা যাচ্ছি।’ এটুকু বলার পরেই ফোনটি কেটে যায়।

ছেলের এই কথা শুনে বাবা ফরিদুল হক যখন পাগলের মতো করছেন, তখন মিনিট দশেক পর আবার ফোন এলো। এবার ফোনের অপর পাশ থেকে ছেলে মমিনুল বলছেন- ‘বাবা, বিস্ফোরণে আমার একটা পা উড়ে গেছে। আমাকে কলমা পড়িয়ে দাও। আমাকে মাফ করে দাও।’ এটাই ছেলের সঙ্গে ফরিদুল হকের শেষ কথা।

সময় যত গড়াচ্ছে, কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা ততই বাড়ছে। এখন পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারকে ৫০ হাজার টাকা এবং আহতদের ২০ হাজার টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ