• আজ বিকাল ৩:১৮, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের আশীর্বাদে পদ্মাসেতু বাস্তবায়ন করতে পেরেছি’

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ১, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ১, ২০২২ ১০:০৮ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক প্রায় দুই হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার (১ জুন) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু বাস্তবায়নে দেশের ভেতরের-বাইরের অনেক চাপ ছিল। জনগণ ও তাদের আশীর্বাদ ছিল বলেই পদ্মাসেতু বাস্তবায়ন করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুবছর পর একনেক সভায় সশরীরে অংশ নেন আজ।

সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পদ্মাসেতু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়ে গেল। সেতু বাস্তবায়নে নানা স্ট্রাগল ও চাপের বিষয়ে একনেক সভায় খোলামেলা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। পদ্মাসেতু বাস্তবায়নে দেশের ভেতরের-বাইরের অনেক প্রতিকূলতা ছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রীকে আমরা একনেক সভায় সরাসরি পেয়েছি। এটা স্বস্তির বিষয়। কোভিডের সব শঙ্কা ভুলে গেছি, এটাই তার প্রমাণ। এর আগে আমাদের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন।’

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ