জাজিরায় অসহায় পরিবারের বাড়ি-ঘর জবর দখল:ভুক্তভোগীরা জিম্মি
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৯, ২০২২ ৯:৫৯ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের ছাব্বিশপাড়া গ্রামের অসহায় একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি বাড়ি ঘর কতিপয় প্রভাবশালীরা জবর দখলেল চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাজিরা থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ছাব্বিশ পাড়া গ্রামের ভুক্তভোগী আমিরজান বেগম জানান, জাজিরা উপজেলার ছাব্বিশ পাড়া গ্রামের অসহায় আঃ লতিফ বেপারী ও তার মৃত ভাই আমজাদ হোসেন বেপারীর পৈত্রিক বাড়ি যাহা ১৭ নং পূর্ব ছাব্বিশ পাড়া মৌজার ২০৭ নং খতিয়ানের ৫৩ নং দাগে ৩৫ শতাংশ১১৫ দাগে ৯ শতাংশ,১২৩ দাগে ৯ শতাংশ, ১২৪ দাগে ৩৮ শতাংশ, ২০০ দাগে ১৫ শতাংশ, মোট ১ একর ০৬ শতাংশ জমি ১৯৪৬ সাল ও তার পূর্বে থেকে রেকর্ডীয় মালিক থাকিয়া ভোগ দখল করে আসছেন। স্থানীয় প্রতিওবশী প্রভাবশালী আবুল বেপারী ,বাবুল বেপারী দেলেঅয়ার বেপারী (গ্রাম পুলিশ) য়ার বেপারী বিল্লাল বেপারী,রমজান বেপারী, সজিব বেপারী,দুলাল হাওলাদার, আলাল হাওলাদারগন উক্ত জমি থেকে জোর পূর্বক ৪০ শতাংশ বাড়ি থেকে জোর পূর্বক গাছ বাঁশ কেটে নিয়ে যায়। প্রভাবশালীরা বাড়ির মাঝ খানে মাটি কেটে ড্রেন তৈরী করে বাড়ির লোকজনদেরকে বাড়িতে ঢুকতে বাধার সৃষ্টি করে। তারা কয়েকটি ঘর দখল করার চেষ্টা করে। ফলে বাড়ির লোকাজন জিম্মি হয়ে পড়ে। বাড়ির মালিক আঃ লতিফ বেপারী ও তার বিধবা ভাবী আমিরজান বাধা দিলে তাদের কে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে মারমুখী হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে । তারা বাড়ির মালিখকে জীবননাশের হুমকি দেয়। ভয়ে বাড়ির লোকজন পালিয়ে বেড়ায়। উপায়ান্ত না পেয়ে গত বুধবার রাতে জাজিরা থানায় ৮ জনকে আসামী করে আঃ লতিফ বেপারী একটি লিখিত অভিযোগ দাখিল করে। বৃহস্পতিবার সকালে জাজিরা থানার এসআই রফিকুল লিাম তার সঙ্গীয় কয়েকজন পুলিশের লোক সিভিল পোশাকে ঘটনাস্থলে গিয়ে জবর দখলেল প্রমান পায়। পুলিশ দুপক্ষকে মূীমাংসা করার উদ্যোগ ওনেয়। এ দিকে অসহায় পরিবারটি প্রভাবশঅলীদের ভয়ে সর্বা আথংকে দিন কাটছে। তিনি আইন শৃংখলা বাহিনীসহ প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার দাবী করছেন।
এ ব্যাপারে ভুক্তভোগী আঃ লতিফ বেপারী বলেন, প্রভাবশালী আবুল বেপারী ,বাবুল বেপারী গং তার ভাই দেলোয়ার বেপারী (গ্রাম পুলিশ) এর প্রভাব খাটিয়ে আমাদের পৈত্রিক ও খরিদ করা সম্পত্তি বাড়ি ঘর জবর ধখলের চেষ্টা করছে। তারা আমাদের বাড়ির মাঝখানে বাশ দিয়ে বেড়া ও মাটিকেটে ড্রেন তৈরী করে আমাদেরকে জিম্মি করেছে। আমরা বাধা দিলে আমাদেরকে গালিগালাজ করে ও জীবননাশের হুমকি দেয়। আমি থানায় অভিযোগ করেছি। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এব্যাপারে গ্রাম পুলিশ দেলোয়ার বেপারী বলেন, আমরা আমাদের বাশ কেটে বেড়া দিয়েছি। ড্রেন কেটে আমাদের জায়গা দখলে নেয়ার চেষ্টা করেছি। পুলিশ আসার পরে বলেছি বাশের বেড়া সরিয়ে নিব। ড্রেন বন্ধ করে দিয়ে শালিসে বসবো।
এ ব্যাপারে জাজিরা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, অমরা বিষটি তদন্ত করতে এসেছিলাম। উভয় পক্ষকে থানায় কাগজ নিয়ে মীমাংসার জন্য ডেকেছি।
স্বাধীন খবর ডটকম/আ আ
