• আজ রাত ৯:৫৫, রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় প্রয়োজনে সংবিধানে কী আছে সেটা বড় কথা নয় : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয় প্রয়োজনে সংবিধানে কী আছে বা নেই সেটা বড় কথা নয় বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৯১৯১ সালে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকার নির্বাচন দিয়েছিল। যা হয়েছিল সুষ্ঠু-নিরপেক্ষ এবং জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে। সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

তিনি আরও বলেন, নব্বইয়ে স্বৈরাচার পতনের পর বাংলাদেশে একটি নির্দলীয় সরকার হয়েছিল। তখনকার সংবিধানে নির্দলীয় সরকারের কোনো বিধান ছিল না। কিন্তু জনগণের স্বার্থে সেই দিন হয়েছিল নির্দলীয় সরকার। সংবিধানে যে এটা ছিল না তাতে কোনো বাধা হয় নাই। আজকে এটা আমরা জাতির কাছে তুলে ধরতে চাই।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে আজকে যারা সরকারের, তারা ভোট ডাকাতি করে, গায়ের জোরে বিনাভোটের নির্বাচনে ফ্যাসিস্ট সরকারে দেশ পরিচালনা করছে। তাই ৯০-তে যে ছাত্র-জনতার গণআন্দোলন হয়েছিল, আজকে সেই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে জাতীয় কমিটির উদ্যোগে ‘২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ নির্বাচন: নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের রোল মডেল’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ