জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ১১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ১৩, ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
সন্ত্রাসী হামলায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে নিহত হওয়ার ঘটনায় দেশটির ঢাকাস্থ দূতাবাসে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। বুধবার (১৩ জুলাই) বিকালে বারিধারা কূটনৈতিক এলাকায় দূতাবাস সড়কে জাপান দূতাবাসে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জাপান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করে আমির খসরু বলেন, ‘শিনজো আবে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। জাপান-বাংলাদেশ সম্পর্ক গড়ে ওঠার পেছনে, উন্নয়ন কর্মকাণ্ডের পিছনে তার অনেক অবদান আছে। খালেদা জিয়ার সাথে তিনি অনেক কাজ করেছেন। বিএনপির আমলে বাংলাদেশের অনেক বড় বড় উন্নয়নে জাপানের ভূমিকা ছিল।
সাবেক মন্ত্রী আমির খসরু বলেন, আবে একজন আন্তর্জাতিক নেতা হিসেবে খুবই যোগ্য ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। জাপানের মানুষের ভালোবাসা নিয়ে এবং তার কর্মকাণ্ডের জন্য অনেক দিন ধরে জাপানের নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্কের ক্ষেত্রে তার যথেষ্ট ভূমিকা রয়েছে।
খসরু উল্লেখ করেন, খালেদা জিয়া যখন জাপান যান, পদ্মা ব্রিজের ফিন্যান্সের ব্যাপারটায় একমত হয়েছিল। বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে ২০১৩ সালের ভেতরে পদ্মা ব্রিজ হয়ে যেতো।
স্বাধীন খবর ডটকম/আ আ
