জামালপুরে ছাত্রদলের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মী আটক
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ১৮, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ১৮, ২০২২ ২:৪৩ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
জামালপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি থেকে ১১ নেতাকর্মীকে আটক করেছে সদর থানা পুলিশ।
আজ সোমবার বিকেলে শহরের শফি মিয়ার বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ছাত্রদল। সমাবেশ শেষে নেতাকর্মীরা যাওয়ার সময় তাদেরকে পুলিশ ধাওয়া করে। এসময় ১১জন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এদের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক মিথুন ইবনে নবাব, পৌরসভার যুগ্মসাধারণ সম্পাদক রবিন, ছাত্রদল নেতা জাহিদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহিম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাজ্জাদ ও যুবদল নেতা মনিসহ আরও কয়েকজন।
জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের কর্মসূচি পালিত হয়। শান্তিপুর্ণ কর্মসূচি শেষে ছাত্রদলের নেতাকর্মীরা চলে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া ও লাঠিচার্জ করে। এ সময় ছাত্রদল ও যুবদলের ৯জন নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিভিন্ন মামলায় সম্পৃক্ত আসামী হিসেবে ১১জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা নাশকতার চেষ্টা করছিল বলেও জানান তিনি।
স্বাধীন খবর ডটকম/আ আ
