• আজ সকাল ৬:০৩, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের কঠোর শাস্তির আহ্বান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪ ১০:৪৬ অপরাহ্ণ

উপাচার্যবিরোধী আন্দোলনে’ হামলাকারীদের বিচার দাবি
 

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র হামলা প্রতিবাদে কঠোর শাস্তির দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে সমাবেশে। বক্তারা হামলাকে গণতান্ত্রিক মূল্যবোধের হুমকি বলেন।

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র হামলা প্রতিবাদে কঠোর শাস্তির দাবি শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক ছাত্রনেতারা হামলার বিরুদ্ধে সোচ্চার হন। রাজনৈতিক সহিংসতার কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

ছাত্র ইউনিয়নের সভাপতি অমর্ত্য রায় হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

অধ্যাপক জামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ জরুরি।

দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, হামলায় জড়িতদের সনদ বাতিল ও বহিষ্কার করা প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করা উচিত।

সমাবেশে শিক্ষার্থীরা নিজেদের দাবি জানান। তারা শান্তিপূর্ণভাবে অধিকার রক্ষার সংগ্রামে সোচ্চার হয়ে নিরাপত্তার দাবি জানান।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে সংগঠিত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান।

এই হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা করবে, আশা বক্তাদের। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ প্রতিষ্ঠা সম্ভব হবে।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!