জিয়াউর রহমানের সাফল্যের কথা বলে শেষ করা যাবেনা: দুদু
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ৩০, ২০২২ ১:০২ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনিপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জিয়াউর রহমানকে স্মরণ করা মানে হচ্ছে নির্যাতিত জনগণকে স্মরণ করা। এদেশে কৃষি উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণসহ এমন কোন বিষয় নেই যা জিয়াউর রহমানের সময় উন্নতি হয়নি। জিয়াউর রহমানের সাফল্যের কথা বলে শেষ করা যাবেনা। তিনিই প্রথম এদেশের মানুষকে চাকরির জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন।
সোমবার (৩০ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের “খাদ্য সামগ্রী বিতরণ” অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি’র এই নেতা।
দুদু বলেন, জিয়াউর রহমান কৃষককে সাফল্যমন্ডিত করার জন্য অসংখ্য কাজ করেছেন। শহীদ জিয়ার প্রশংসা করে, সাফল্যের কথা বলে শেষ করা যাবেনা। এমন একজন ব্যক্তিত্ব তার ৪৪ বছরের রাজনৈতিক জীবনে যারা তাকে দেখেছেন তারা বলতে পারবেন।
তিনি বলেন, শহীদ জিয়াকে তারাই সমালোচনা করেন যারা এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যারা বেগম জিয়ার আমলে ৪০ টাকার তেলকে ২০০ টাকায় খাওয়াচ্ছেন। যারা ১৬ টাকার চালকে ৮০ টাকায় খাওয়াচ্ছেন। যারা মানুষের জীবনকে বিপন্ন করেছেন। গুম-হত্যা জেলখানায় যাওয়া ডাল-ভাত হয়ে গেছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন─ ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা।
স্বাধীন খবর ডটকম/আ আ
