জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৩১, ২০২২ ২:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৩১, ২০২২ ২:২৫ অপরাহ্ণ

রেস বিজ্ঞপ্তি
সাবেক রাষ্ট্রপতির জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বাদ আছর দরগাহ হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মিলাদ পূর্ব দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা, খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা, গুমকৃত জননেতা এম ইলিয়াছ আলী, ইফতেখার আহমদ দিনার, জুনেদ এবং আনছার আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু আহমদ আনসারী, আব্দুল মুনিম, সৈয়দ সারওয়ার রেজা, কামরান হুসেন হেলাল, আবুল কালাম সাহেদ, সদস্য দেওয়ান রেজা মজিদ, দুলাল আহমদ, মনিরুজ্জামান মনির, দুলাল আহমদ, রুবেল বক্স, লিয়াকত আলী ইমন, বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা নেতৃবৃন্দের মধ্যে সুলতান বক্স মন্সুর, আব্দুল আহাদ, শেখ সাকিব আহমদ, ওয়াহিদ খান, মাসুম আহমদ, শেখ নায়িম, জাহিদ হাসান, ছদিওল হোসাইন, সাব্বির আহমদ, রবিন হুসেইন, সায়েম আহমদ রনি, মুক্তার আহমদ রাফি, শিপন আহমদ, জাহেদ আহমদ, শামিম বক্স, লায়েক আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, মোঃইমাম উদ্দীন রুজেল, জহিরুল ইসলাম আলাল, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান প্রমুখ।
স্বাধীন খবর ডটকম/আ আ
