• আজ রাত ৯:৫৪, শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:০৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ৯:০৯ পূর্বাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি :
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগী) শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর জাতীয়তাবাদী শক্তিকে এক প্ল্যাটফর্মে থেকে সরকার পতনের আন্দোলন করতে হবে। বুধবার দুপুরে চাল ,ডাল তেল, গ্যাস, পানি, বিদ্যুৎ সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপি’র আয়োজনে পৃথক পৃথক দুটি স্থানে ধানুকা আঃ মান্নান মাদবরের বাড়ী ও পৌর বাসস্ট্যান্ড এলাকায় মাহবুব আলম তালুকদারের বাড়ীতে অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির এ সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন দ্রব্যমূল্য আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন কোন পণ্য নেই যার দাম ১০ থেকে ২০ টাকা বাড়েনি। তাই অবিলম্বে জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান তিনি।শরীয়তপুর জেলা বিএনপি’র সভাপতি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি সফিকুর রহমান কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সহভাপতি আঃ মান্নান মাদবর, মোঃ আবুল হোসেন সরদার, যুগ্মসাধারণ সম্পাদক দুলাল খান, বিএম মহিউদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, মাহবুব আলম তালুকদার, যুবদলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান মোল্যা, স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এদিকে, বেলা সাড়ে ১১ টায় দিকে ধানুকা এলাকায় স্বেচ্ছাসেবক দলের ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি রুহুল আমিন মুন্সী’র উপর যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা করা হয়। বেলা সাড়ে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমীর সামনে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জেলার নেতৃবৃন্দের গাড়ীতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নেতৃত্বে হামলা করা হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফরণ ঘটায়।এ সময় পুলিশ প্রহরায় নেতৃবৃন্দ গাড়ি বহর নিয়ে ধানুকা গিয়ে সমাবেশে যোগ দেয়। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সড়ক পথে মাদারীপুর চলে যান।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!