বিএনপির কাউন্সিলে প্রার্থীতা প্রত্যাহারের সময় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২১, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি
আসন্ন সিলেট জেলা বিএনপির কাউন্সিলে অংশ নিতে বিভিন্ন পদে যেসকল প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাদের মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। যদি কেউ মনোনয়ন প্রত্যাহার করতে চান তবে তাকে মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৫টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার বরাবরে লিখিতভাবে আবেদন করতে হবে।
সোমবার রাতে জেলা বিএনপির কাউন্সিল বাস্তবায়নে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নির্ধারিত সময়ের পর কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করতে পারবেনা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।