জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে নমিনেশন দাখিল করলেন আলী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
প্রেস বিজ্ঞপ্তি
জেলা বিএনপির কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল গাফফার ও এডভোকেট এটিএম ফয়েজের কাছে নমিনেশন পত্র জমা দিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আলী আহমদ।
বৃস্পতিবার (১৭ মার্চ) দুপুর ১২ টায় সিলেট জর্জকোটে এ নমিনেশন দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন- মো: শাহাব উদ্দিন, তফাজ্জুল হোসেন, শামীম আহমদ, কোহিনুর আহমদ, আ: লতিফ খান, বজলুর রহমান ফয়েজ, সোহেল ইবনে রাজা, আ: হাই মাসুক, জিলা মিয়া মেম্বার, বদরুল ইসলাম জগলু, মো: আত্তর আলী, ডা: এনাম, এড. ফখরুল ইসলাম, আশরাফুল আলম বাহার, গোলজার, মুহিবুর রহমান, মনিরুল ইসলাম তুরন, ময়নুল ইসলাম মঞ্জু, এনামুল হক মাক্কু, সাহেদুল ইসলাম বাচ্চু, নাজমুল ইসলাম,ইসলাম উদ্দিন, আমিনুর রহমান চৌধুরী মিফতা, বখতিয়ার খান ইমরান, মকসুদুল করিম নুহেল, কলোল যুতি বিশ্বাস জয়, পাবেল, বেলাল আহমদ, আনোয়ারুল ইসলাম, দিলোয়ার হোসেন, মুস্তাক আহমদ, দেলোয়ার হোসেন নাদিম, আব্দুল করিম জোনাক, এনামুল হক চৌধুরী সোহেল, আ: মান্নান, শামছুর রহমান শামীম, আল মামুন, ফখরুল আলম, মাহবুব আলম, মুহিম আহমদ, বশির মিয়া, আ: বাছিত, শামীম আহমদ, জাহেদুল ইসলাম জাহেদ, আবু সাইদ হিরণ, আতাউর রহমান, মাসুম পারভেজ, সুমন আহমদ বিপ্লব, সামসুদ্দিন শুভ, আবু রায়হান রাজু, সাহেদ আহমদ প্রমুখ।