জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপি’র খাদ্য সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৭, ২০২২ ১২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৭, ২০২২ ১২:১১ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফয়সাল আলিম।
শনিবার, মার্চ ২৬, ২০২২, বিকেলে, জয়পুরহাট সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ আব্দুল গফুরের স্ত্রীকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এর আগে দোগাছী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক বিএনপি’র সাধারণ সম্পাদক মৃত আব্দুল রহমান এবং ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মৃত শাহাজান আলীর কবর জিয়ারত করেন তিনি।
ওই অগ্নিকাণ্ডের ঘটনার বিবরণে জানা যায়, গত ২৪ই মার্চ বৃহস্পতিবারে সদর উপজেলার গাসুরিয়া গ্রামের আব্দুল গফুরের স্ত্রী বাড়ীতি না থাকা কালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়ে বসত বাড়ির সব কিছু ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আব্দুল গফুরের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী শাহারা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবৎ হয়ে গেল সে অন্য জায়গায় বিয়ে করে ঘর সংসার করতেছে, দুই ছেলে বিয়ে সংসার চালার তাগিদে ঢাকায় থাকে, কেউ এখন আমার খোজখবর নেয়না আমি এখন নিরুপায়, সমাজের বিত্ত্ববানরা যদি সহযোগিতা করে তাহলে আমার বেঁচে থাকা সম্ভব।
জেলা যুবদলের নেতা বেলায়েত হোসেন বেনু ও স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে খাদ্য সহায়তা প্রদান কালে ফয়সাল আলীম বলেন, আমরা এসেছি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সামান্য পরিমাণ খাদ্য সহায়তা প্রদান করার জন্য। এসময় তিনি সাধ্যমতো আর্থিক সহযোগিতারও আশ্বাস দেন।