ঝিনাইদহের ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ১১:০৮ পূর্বাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে আলমগীর হোসেন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার নেপা ইউনিয়নের বাকোশপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার কুল্লা গ্রামের আকবর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর হোসেন মোটরসাইকেল যোগে নেপামোড় হতে কৃষি ফার্ম দত্তনগরের দিকে যাচ্ছিলেন। পথিমেধ্য একটি গাড়িকে সাইড দিতে দিয়ে ভ্যানের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে কৃষক আলমগীর হোসেন নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।
স্বাধীন খবর ডটকম/আ আ
