ঝিনাইদহে ইজিবাইক চোর সিন্ডিকেটের দুইজনকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ
চেতনা নাশক ওষুধ সেবন করে ইজিবাইক চুরি মামলায় দুইজনকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে মাদারীপুরের নায়ারচর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে মাদারীপুর জেলার কুলুবর্দ্দি গ্রামের সিকিম আলীর ছেলে সালমান ব্যাপারী ও নায়ারচর গ্রামের শের আলীর ছেলে অন্তর ঢালী। শুক্রবার দুপুরে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শাহিন উদ্দীন এ খবর জানান। তিনি বলেন, মঙ্গলবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে থেকে ফিরোজ হোসেন নামে এক ব্যক্তিকে চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে তার ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হলে পুলিশ গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার বাটিকামারি গ্রামের আব্দুল হকের ছেলে মেরাজ শেখকে গ্রেফতার করে। তার ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি মোতাবেক গোয়েন্দা পুলিশ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।