ঝিনাইদহে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ৯:৪১ পূর্বাহ্ণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ওয়াজ মাহফিলে উপর্যপুরী ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামী হাবিবুর রহমান জিহাদী (১৯) ও অন্যতম আসামী মেহেদী হাসান (২৫) কে গ্রেফতার করেছে র্যা ব। আজ ভোরে শহরের আদর্শপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।ঝিনাইদহ র্যা ব-৬ কোম্পানী কামান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গত ২ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার মান্দারবাড়ীয়া গ্রামের মাঠে ওয়াজ মাহফিলে গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে জিহাদীর সাথে তর্ক-বিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় হোসাইনসহ আরো ২জন।ঐ রাতেই হোসাইন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। আরো দুইজন বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎিসাধীন আছে। ৪ মার্চ হোসাইনের পিতা মনিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন র্যা ব কমান্ডার।তিনি আরো জানান, আসামীদ্বয়কে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।