ঝিনাইদহে ১৪টি ইউনিয়ন ছাত্রদল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৫, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
আজ শুক্রবার ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলা ছাত্রদলের আওতাধীন দীর্ঘ ২১বছর পর নবগঠিত ১৪টি ইউনিয়ন ছাত্রদল কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
শৈলকুপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব আল-আমিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মানবাধিকার সম্পাদক ও বিএনপির বৈদশিক কমিটির সন্মানিত সদস্য এ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমিনুজ্জামান সোমিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, সিনিঃ সহ-সভাপতি মিরাজুল ইসলাম মিরাজ, সিনিঃ যুগ্ম-সম্পাদক মাহাবুব আলম মিলু, যুগ্ম সম্পাদক বাবলুর রহমান বাবলু।আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ,সোলায়মান চৌধুরী, আহ্বায়ক সদস্য রাফিজ আহমেদ সহ ঝিনাইদহ জেলা ছাত্রদল ও শৈলকুপা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শৈলকূপা উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ও আগামীদিনে যেকোন আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করে।