টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ১১:৫৮ পূর্বাহ্ণ
ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শনিবার সকাল ৯টা থেকে জিহাদের বাড়িতে অনশন করছে ওই তরুণী। অনশনের খবরে প্রেমিক জিহাদ (১৬) ঘর থেকে পালিয়েছে।
উপজেলা সাগরদিঘী খামখালি এলাকায় এ ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং সখীপুর বুলবুল একাডেমির দশম শ্রেণীর শিক্ষার্থী।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সাথে জিহাদের পরিচয় হয়। এরপরে দুজনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জিহাদ একাধিকবার শারিরিক সম্পর্ক করে। পরে ওই তরুণী জিহাদকে বিয়ের কথা বললে সে যোগাযোগ বন্ধ করে দেয়।
সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, বিষয়টি শুনেছি। দুই পক্ষের লোকজনকে ডেকে সমাধান করা হবে।
ওই তরুণী বলেন, জিহাদ আমার সাথে প্রতারণা করেছে। সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। এখন বিয়ের কথা বললে তালবাহানা করে। তিনি আরও বলেন, অনশন অবস্থায় আমাকে জোর করে কয়েকবার বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ওরা আমাকে হুমকি-দামকি দিচ্ছেন।
সাগরদিঘী পুলিশ ফাঁড়ি আস আই নুরুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।