• আজ রাত ১:৩১, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টানা দুই দিন বাস, লঞ্চ ও থ্রি-হুইলার বন্ধের ঘোষণা দুরভিসন্ধিমূলক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৪, ২০২২ ২:১৪ অপরাহ্ণ

 

তিন দিন আগে ভোলা থেকে মেয়ে ও স্ত্রীকে নিয়ে আত্মীয়ার বাড়ি বরিশাল এসেছিলেন শিমুল আকরাম । শুক্রবার সকালে ভোলা ফিরে যাবার জন্য তিনি লঞ্চঘাটে গিয়ে জানতে পারেন, কোন লঞ্চ যাচ্ছে না। কিভাবে ফিরবেন ভাবছিলেন তারা। এমনটাই জানান বরিশাল প্রতিনিধি।

শুধু শিমুল আকরামই নয়, পরিবহন ধর্মঘটের কারণে চরম বিপাকে পড়েছে চিকিৎসা ও জরুরি কাজে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়া হাজারো মানুষ।

অন্যদিকে আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে বাস ও থ্রি হুইলার চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেন, থ্রি হুইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস। তিনি বলেন, ৫ দফা দাবি নিয়ে থ্রি হুইলার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। যতক্ষণ এসব দাবি মানা না হবে–কোনো থ্রি হুইলার চলবে না। পাশাপাশি বাস চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে মা‌লিক স‌মি‌তি কিছু না জানালেও শ্রমিকরা বলেন, ভোলায় আওলাদ নামক এক‌টি লঞ্চে বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে লঞ্চ চলছে না।

জানা গেছে, বরিশাল ও তার আশপাশের জেলাগুলোতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। ভুক্তভোগীদের দাবি, হঠাৎ করে বাস, লঞ্চ ও স্পিডবোট বন্ধ করে দেয়ার কারণে বিপাকে পড়েছেন তারা।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আগামীকাল বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির গণসমাবেশকে উদ্দেশ্য করেই বিভিন্ন পরিবহন বন্ধ রাখা হয়েছে।

বরিশাল প্রতিনিধি জানান, হঠাৎ বরিশাল-ভোলা রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদীবন্দর ও ডিসি ঘাট থেকে কোন লঞ্চ ও স্পিডবোট চলাচল না করার কারণে দুর্ভোগে পড়েছে বরিশাল-ভোলা রুটে যাতায়াতাকারী নিয়মিত যাত্রীরা। হঠাৎ লঞ্চ ও স্পিডবোট বন্ধের সিদ্ধান্তের বিষয়ে মালিক ও শ্রমিকদের সংগঠনগুলো সুনির্দিষ্ট কোন কারণ দেখাতে পারেনি।

অন্যদিকে বাসমালিকদের সংগঠন বরিশাল জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে আজ ও আগামীকাল জেলা থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে সংহতি জানিয়েছে বরিশাল জেলা মিশুক, বেবিট্যাক্সি, টেক্সিকার ও সিএনজিচালক-শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল নগরের ডিসি ঘাটের মতো সদর উপজেলার লাহারহাট লঞ্চঘাট থেকেও ভোলাগামী স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। তবে সদর উপজেলার তালতলী থেকে মেহেন্দীগঞ্জ রুটের স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, কিছুতেই বরিশালের গণসমাবেশে জনস্রোত ঠেকানো যাবে না। প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবেন।

তিনি বলেন, এর আগে একইভাবে খুলনা, রংপুর ও ময়মনসিংহে বিএনপির গণসমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকা হয়।

টানা দুই দিন বাস, লঞ্চ ও থ্রি-হুইলার বন্ধের ঘোষণা দুরভিসন্ধিমূলক। এতে বরিশাল জেলা সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং চিকিৎসা সেবাসহ জরুরি প্রয়োজনে মানুষ যাতায়াতে চরম ভোগান্তির শিকার হবে বলে অভিযোগ করেন বিএনপির নেতারা।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!