• আজ সকাল ৯:১৭, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিকিট হারিয়ে মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ইমরান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

 

মেট্রোরেলের টিকিট কার্ড হারিয়ে ১০০ টাকা জরিমানা গুনেছেন ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন নোমান।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে আগারগাঁও স্টেশনে আসার সময় স্টেশন থেকে কেনা কার্ডটি হারিয়ে ফেলেন। এ কারণে তাকে ৬০ টাকার টিকিটের জন্য ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা দিয়ে স্টেশনের ভেতর থেকে বাইরে আসেন তিনি।
ইমরান হোসেন বলেন, আমি ৬০ টাকা দিয়ে টিকিট কেটে মেট্রোরেলের উত্তরা স্টেশন থেকে সর্বশেষ ট্রেনে আগারগাঁও স্টেশনে এসেছি।

তিনি বলেন, ট্রেন থেকে নামার সময় দেখি আমার টিকিটটি নেই। টিকিট কার্ডটি হারিয়ে ফেলায় স্টেশন কর্তৃপক্ষ আমার কাছ থেকে জরিমানা নিয়েছে ১০০ টাকা।
আগারগাঁওয়ের স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা রেজা বলেন, কার্ড তৈরি করতে যে টাকা খরচ হয়েছে, আমরা যাত্রীদের কাছ থেকে সে পরিমাণ টাকা রাখছি। এক্ষেত্রে একক কার্ডধারী যাত্রীদের ১০০ টাকা করে জরিমানা করছি।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com