টিসিবির লম্বা লাইন ৭৪‘এর লঙ্গরখানার কথা স্মরণ করিয়ে দিচ্ছে : সোহেল
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ৭৪‘এর লঙ্গরখানার লম্বা লাইনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আজকের টিসিবির লম্বা লাইন। আওয়ামীলীগের চরিত্র ঠিক আগের মতই আছে। তখন মানুষ দ্রব্যমূল্য নিয়ে হিমশিম খেয়েছে, এখনও তাই। পার্থক্য শুধু এখন ডিজিটাল চুরি। দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল ও গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাবিব-উন-নবী খান সোহেল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেন নাই, রণাঙ্গণে যুদ্ধ করে স্বাধীন করেছিল প্রিয় মাতৃভূমি। এদেশের ইতিহাস এখন আইন আদালত কর্তৃক নির্ধারিত হয়। কোন দেশের প্রকৃত ইতিহাস কখনই আদালত কর্তৃক নির্ধারণ করা যায় না। আমাদের সংসদে আজ গরীব দু:খী মানুষের ভাগ্য উন্নয়নের আলোচনার পরিবর্তে গান বাজনা হয়। আমাদের বিনা ভোটের এমপি মন্ত্রীদের কথাবার্তা দেশবাসীর হাসির খোরাক।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন টেইক ব্যাক বাংলাদেশ। যেই বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা ছিল, সাধারণ মানুষের কথা বলার অধিকার ছিল, মানুষের ভোটের অধিকার ছিল, শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ছিল, দেশের মানুষ নিরাপদ ছিল, সেই বাংলাদেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এজন্য আন্দোলন সংগ্রামের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে প্রস্তুতি নিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের মৌলিক অধিকার, ভাতের অধিকার, ভোটের অধিকার আওয়ামী মাফিয়া সরকার হরণ করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার সর্বোপরি ভোটাধিকার ফিরিয়ে আনতে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে গণজোয়ার সৃষ্টি ছাড়া কোন বিকল্প নেই।
তিনি বলেন, আওয়ামী লুটপাটে দেশবাসী আজ দিশেহারা। দেশের মানুষের কষ্টের সীমা নেই। অন্যদিকে ক্ষমতাসীন গোষ্ঠী কানাডায় বেগমপাড়া নির্মাণে ব্যস্ত। তিনি এ সময় যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর আন্দোলন সংগ্রামের জন্য রাজপথের লড়াই সামনে থেকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।
প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সোনার বাংলা আজ মুক্তিযোদ্ধায় ভরে গেছে। ডিজিটাল আওয়ামী মেশিনের সুফল আজ ঘরে ঘরে। স্বাধীনতার পর এদেশ যেমন দুর্বৃত্তায়নে ভরে গিয়েছিল, সেই অবস্থা এখন আবারও বিরাজ করছে। ব্যাংক লুঠের ইতিহাস এদেশের মানুষের অজানা নয়। আজকে রাষ্ট্রের এমন কোন সেক্টর পাওয়া যাবে না, যেখানে দুর্নীতি ভর করেনি।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পাঁচ বছর পর পর ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনের স্বপ্ন নিয়েই মুক্তিযুদ্ধ করেছিলেন এদেশের আপামর জনসাধারণ। সেই মহান বীর মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আজ লুণ্ঠিত। আজ মানুষের ভোটের অধিকার লুণ্ঠিত। দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানোর রাষ্ট্রীয় ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সমাবেশে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান মাসুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী ও চট্টগ্রাম মহানগর উত্তর, দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।