• আজ বিকাল ৪:৫৪, বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ : ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ

 

শেষ ৫ ওভারে ৫৩ রান তোলে ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো পাকিস্তান। ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৫৯। তিনে নামা শান মাসুদ ৪২ বলে ৫ চারে ৫২ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। শাহীন শাহ আফ্রিদির ব্যাট থেকে এসেছে ৮ বলে ১৬ রানের ক্যামিও। একটি করে চার ও ছক্কা মেরেছেন শাহীন। এছাড়া ৪ বলে এক ছক্কায় ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন হারিস রউফ।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়া। ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামির শিকার একটি করে উইকেট।

ইফতেখারের ফিফটি

দুই ওপেনার হতাশ করার পর ম্যাচ জমিয়ে তুলেছিলেন ইফতেখার আহমেদ। ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় ফিফটি (৫১) হাঁকান পাকিস্তানের এই ব্যাটার। অর্ধ শতক পূরণের পর মোহাম্মদ শামির বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন ইফতেখার। রিভিউ নিয়েও কাজ হয়নি।

বিজ্ঞাপন

ইফতেখারকে যুতসই সঙ্গ দিয়েছেন শান মাসুদ। ২৭ বলে ৩০ রান নিয়ে লড়ছেন এই ব্যাটার।
১২.২ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৯১ রান। এরপর মাঠে নেমে সুবিধা করতে পারেননি শাদাব খান (৫), হায়দার আলী (২), মোহাম্মদ নওয়াজ (৯) ও আসিফ আলী (২)।
বাবরের পর ব্যর্থ রিজওয়ান

ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে ব্যর্থ হলো পাকিস্তানের দুই ওপেনার। বাবর আজম গোল্ডেন ডাক মারার পর ৪ রানে সাজঘরে ফিরলেন মোহাম্মদ রিজওয়ান। আর্শদীপ সিংয়ের করা ৪র্থ ওভারের ৬ষ্ঠ বল খেলতে গিয়ে ভুবনেশ্বর কুমারের তালুবন্দি হন রিজওয়ান। ১২ বল খেলে ১টি বাউন্ডারি হাঁকান তিনি। দলীয় ১৫ রানে দুই উইকেট হারালো পাকিস্তান।

ডাক মারলেন বাবর

ভুবনেশ্বর কুমারের করা প্রথম ওভারটি খেলতে বেশ বেগ পেতে হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। সে ওভারে ওয়াইড থেকে ১ রান পায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে স্ট্রাইকে এসেই আউট হলেন বাবর আজম। আর্শদীপ সিংয়ের করা প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তান অধিনায়ক। রিভিউ নিয়েও লাভ হয়নি। ১ রানে ১ উইকেট হারালো পাকিস্তান

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারত। টসে জিতে বাবর আজমদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বীন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং।

পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ