• আজ সকাল ৭:১৪, সোমবার, ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাম্প-মোদীর বন্ধুত্ব: কথার ঝলক নাকি কাজের প্রভাব?

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১০, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

 

ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঘনিষ্ঠ বন্ধু, আর মোদীও বলেন যে ট্রাম্পের সঙ্গে তার বন্ধুত্ব দৃঢ়। ট্রাম্প-মোদীর বন্ধুত্ব

ট্রাম্প-মোদীর বন্ধুত্ব প্রায় দেড় মাস আগে, সেপ্টেম্বরে, নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোয়াড শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রে যান।

এসময়, মি. ট্রাম্প জানান যে তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন, যদিও মোদী তখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন।

সেসময় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন।

গত ১৭ সেপ্টেম্বর, মিশিগানের ফ্লিন্টে একটি টাউনহলে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, “আগামী সপ্তাহে মোদী আমেরিকা আসছেন, আর তার সঙ্গে আমার দেখা হবে। তিনি একজন অসাধারণ মানুষ।”

নরেন্দ্র মোদী অবশ্য ওই সফরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ না করেই ভারতে ফিরে আসেন।

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন।

নির্বাচনে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাওয়ার পরই ডোনাল্ড ট্রাম্পকে একজন বন্ধু হিসেবে ‘জয়ের জন্য অভিনন্দন’ জানান ভারতের প্রধানমন্ত্রী।

২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে এই দুই নেতার ‘বন্ধুত্ব’ নজর কেড়েছিল।

সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদী প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের সামনে ভাষণ দেন।

সেই অনুষ্ঠানে মি. মোদী স্লোগান দেন, “আবকি বার ট্রাম্প সরকার।” ট্রাম্প-মোদীর বন্ধুত্ব।

২০২০ সালে, মি. মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ডোনাল্ড ট্রাম্পও উপস্থিত ছিলেন।

ডোনাল্ড ট্রাম্প বহুবার নরেন্দ্র মোদীকে তার বন্ধু হিসেবে অভিহিত করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!