• আজ সকাল ৬:০৭, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

চাল, ডাল, তেল, বিদ্যুতসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ বুধবার বিকেল চারটার দিকে ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ড. আসাদুজ্জামান রিপন (বিশেষ সম্পাদক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আরো উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা মহিলাদলের সভাপতি মোছা প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা বেগম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবুনুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান রিপন বলেন, জিনিসপত্রের দাম কমাতে পারছেন না, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছেন না, ভোটাধিকার রক্ষা করতে পারছেন না, মানুষকে শান্তি দিতে পারছেন না, মানুষের নিরাপত্তা দিতে পারছেননা-কোনো কিছুই পারছেন না। তাহলে গদিতে থাকার দরকার কী? বিদেশে যখন সরকার ব্যর্থ হয়, তখন তারা গদি ছেড়ে দেয়। আর এই নির্লজ্জ বেহায়া সরকার শুধু ক্ষমতা ধরে রাখতে চায়।

বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। দেশ ও দেশের মানুষের প্রতি কোনো দরদ নেই। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠলেও জনবিচ্ছিন্ন সরকারের কোনো অনুভূতি নেই।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!