• আজ রাত ২:৪৯, শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যাট ফাঁকি ২৫ হাজার ২০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য এবং সাম্প্রতিক ছাত্র হত্যা মামলার আসামি দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তার ব্যবসাপ্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড বিগত ১৫ বছরে ২৫ হাজার ২০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে। অভিযোগ উঠেছে যে আওয়ামী লীগ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিরা তদন্তে হস্তক্ষেপ করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি করেছেন।

তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে যে দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে রাজস্ব ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। ২০১৭ সালে দুদকে অভিযোগ জমা পড়লেও তদন্তে কোনো অগ্রগতি হয়নি।

অভিযোগ করা হয়েছে যে দিলীপ আগরওয়ালা আয়কর ও ভ্যাট ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ অর্জন করেছেন এবং দেশের বাইরে প্রাসাদোপম সম্পত্তি কিনেছেন। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশকে টাকা দিয়ে ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা পরিচালনার অভিযোগও রয়েছে। বর্তমানে তিনি দুটি স্পর্শকাতর মামলার আসামি হলেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!