ডিমের দাম আমদানির পরও কমছে না
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ১, ২০২৪ ১১:৩১ পূর্বাহ্ণ
সম্প্রতি ভারত থেকে ডিম আমদানি সত্ত্বেও বাংলাদেশের বাজারে ডিমের দামের কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ লাখেরও বেশি ডিম আমদানি করা হলেও বাজারে ডিমের দাম এখনও বেড়েই চলছে। বর্তমানে ঢাকায় ফার্মের বাদামি ডিমের ডজন ১৬০-১৬৫ টাকা এবং সাদা ডিম ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা সাধারণ ক্রেতাদের মধ্যে এই দাম বৃদ্ধি নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, মাছ-মাংসের পর ডিমও ক্রমাগত সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা আরও বলছেন, বাজারে মনিটরিংয়ের অভাবের কারণে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়ানোর সুযোগ পাচ্ছেন। এছাড়া আমদানির পরও শুল্ক হ্রাসের প্রভাব বাজারে দেখা যাচ্ছে না, যা ক্রেতাদের অতিরিক্ত দামে ডিম কিনতে বাধ্য করছে।
বাজারে স্বাভাবিক দামে ডিম ও অন্যান্য নিত্যপণ্য সরবরাহে বাজার মনিটরিংয়ের প্রয়োজনীয়তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা বাড়ছে।