• আজ দুপুর ১:০০, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় সফররত বিজেপি নেতা বিজয়ের সঙ্গে আ’লীগের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১৪, ২০২২ ১১:৫১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকায় সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ড. বিজয় চাওয়ালার সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে বিজয় চাতওয়ালাকে বিমানবন্দরে স্বাগত জানান আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এসময় আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য শাহাব আহমেদ, ফাইয়াজুল হক, ব্যারিস্টার ইমরানুল হাই সজীব উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৪টায় হোটেল সোনারগাঁওয়ে ডা. বিজয় চাতওয়ালা সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!