• আজ দুপুর ২:৩২, শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সন্ত্রাসের লালন হয় : আনোয়ারুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ

 

টাফ করেসপন্ডেন্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কোনো শিক্ষক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পান না উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিআনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ভোটার নিয়োগ দেওয়া হয়।

শুক্রবার, মে ২৭, ২০২২,  জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ভয়েস ফর ডেমোক্রেসি অ্যান্ড ভোটার রাইটস আয়োজিতগণতন্ত্র আইনের শাসন প্রেক্ষিত বাংলাদেশশীর্ষক আয়োজিত গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল্লাহ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যলয় আর আগের মত নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল জ্ঞানের আতুড়ঘর। শত বছরধরে এই বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে রেখেছিল। সেটি এখন সন্ত্রাসের জায়গা হয়েছে৷ এখানে সন্ত্রাস লালনপালন হয়। শিক্ষক নিয়োগ করা হচ্ছে ভোটের জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়নি। যেটা আমাদের সময়ে হয়েছে। আমাদের সময়ে কোনো দলবিবেচনা হয়নি। আমরা যোগ্যতাকে প্রাধান্য দিয়েছি। সেজন্য আমাদের সময়ে দল মত নির্বিশেষে শিক্ষক নিয়োগ হয়েছে।

বর্তমান সরকার ফ্যাসিবাদের শাসন কায়েম করেছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক যে সমস্যা তৈরি করেছিল আইয়ুব খানআর ইয়াহিয়া খান,  আমরা মনে করেছিলাম স্বাধীনতার পর তা আর ফিরে আসবে না। আমরা ভেবেছিলাম গণতন্ত্রের মাধ্যমেএকটি সরকার গঠন হবে। কিন্তু আমরা দেখি তার উল্টো চিত্র। পাকিস্তান থেকেও ভয়াবহ একটি সরকার এখানে কায়েম হয়েছে।এই সরকার স্বৈরাচারী, ফ্যাসিবাদী। এরা এদেশের মানুষকে শৃঙ্খলিত করে রেখেছে। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিলামকিন্তু আমরা আবার শিকলে বন্ধি হয়েছি। এই জাতির মুক্তির জন্য আবার একটি যুদ্ধ প্রয়োজন। এই জাতির অধিকার আদায়েনতুন করে আবার যুদ্ধ করতে হবে।

আপনারা বলেন,  ওমুক মন্ত্রীর পদত্যাগ চাই। মন্ত্রীদের পদত্যাগ চেয়ে লাভ কী। ওরা তো চাকর। ওরা তো দেখে তাদের মনিবেকি বলে। তিনি যা বলে তাই হয়। তার কথা ছাড়াতো এই দেশে এখন কিছুই হয়না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন খায়রুল কবির খোকন, ঢাকাপ্রকাশের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি  কাদের গনি চৌধুরী, পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর . আব্দুল লতিফ মাসুম,  অধ্যাপক শাহ আলম, .কাজীমনিরুজ্জামান মনির প্রমুখ।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ