ঢাকা মহানগর উত্তর বিএনপির লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ১:০২ অপরাহ্ণ
সিনিয়র করেসপন্ডেন্ট
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির চলমান কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হকের আহ্বানে এবং ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস এ সিদ্দিক সাজু এর সার্বিক তত্ত্বাবধানে মিরপুর থানার ৭,১১,১২ ও ১৩ নং ওয়ার্ডে, শাহ্আলী থানার ৮ ও ৯৩ নং ওয়ার্ডে এবং দারুসসালাম থানার ৯ ও ১০ নং ওয়ার্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
মিরপুর থানা বিএনপির ৭ নং ওয়ার্ডের কর্মসূচী দিয়ে দিনের কর্মসূচীর সূচনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জননেতা আমিনুল হক। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান, মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ দেলোয়ার হোসেন দুলু, ৭ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল আহম্মেদ। এরপর ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান ও মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু ১১ নং ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক আবুল বাঁশার ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুর রহমান আরিফের নেতৃত্বে, ১২ নং ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক মোঃ আকরাম হোসেন ও যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার দিল খায়ের শিপুর নেতৃত্বে ও ১৩ নং ওয়ার্ডে বিএনপির আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে লিফলেট বিতরণ করেন।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও শাহ্আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রওশন ৮ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন, যুগ্ম আহ্বায়ক আবু রাহিদ রাহাদ, ৯৩ নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ দিদারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এহসানুল হক আপেলের নেতৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন।
দারুসসালাম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ মৃধা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়াসহ ৯ নং ওয়ার্ডের আহ্বায়ক আবু সাঈদ দিপু ও যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান মামুন, যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন স্বপন, ১০ নং ওয়ার্ডের আহ্বায়ক মোঃ সেলিম ইকবাল, যুগ্ম আহ্বায়ক শাহেন শাহ ও যুগ্ম আহ্বায়ক মীর আবু বক্কর সিদ্দীক মাকসুদের নেতৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ কর্মসূচীতে অংশগ্রহন করেন।