ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র জরুরী সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৭:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৭:১১ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
অদ্য ০৪ এপ্রিল ২০২২ সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরী সভা নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয় ভাসানী ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় গতকাল আদালতে একটি মিথ্যা মামলায় ঢাকা মহানগর মুগদা এলাকার ৭ জন কর্মীকে সাজা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়।অবিলম্বে সাজা প্রত্যাহার ও নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
সভায় পবিত্র রমজান মাসেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চরম হতাশা ব্যক্ত করে অবিলম্বে দ্রব্যমূল্যের লাগাম টানার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনুর মুক্তি দাবি করা হয়।
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক ও দক্ষিণ সিটিতে নির্বাচিত কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
স্বাধীন খবর ডটকম/আ আ
