• আজ বিকাল ৫:৫১, রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে সংঘর্ষ: ছাত্রদলের ৬০ জনকে আসামি করে ছাত্রলীগের মামলা

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ২৭, ২০২২ ৮:২৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

গত ২৪ মে ( মঙ্গলবার ) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ৬০ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে ছাত্রলীগ।

শুক্রবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে মামলা দায়েরকরেন।

মামলায় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ছাড়াও সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণসম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহআমানসহ অজ্ঞাতনামা  ৫০৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ৫০৬০ জন নেতাকর্মী লাঠিসোটা, লোহার রডসহ হত্যার উদ্দেশ্যেহামলা করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটজন সাধারণ শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়াও অনেক শিক্ষার্থী আহতহন।

মামলার বাদী জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ২৪ মে মধুর ক্যান্টিন থেকে স্লোগান দিতে দিতে হলের দিকে যাচ্ছিলাম। এমনসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে আমাদের ওপর হামলা  করা হয়। এতে আমাদের শহীদুল্লাহহলের আটজনসহ ফজলুল হক জগন্নাথ হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা আহত হন। হামলার বিচার চেয়ে আজ আমি বাদীহয়ে মামলাটি করেছি।

মামলার বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূদ হাওলাদার বলেন, ২৪ মে ছাত্রলীগের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের ওপরহামলার অভিযোগে ৫০৬০ জনকে আসামি করে জাহিদুল ইসলাম জাহিদ মামলা করেছেন। আমরা মামলাটি নিয়েছি।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ