তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক : আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১২, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
স্টাফ করেসপন্ডেন্ট
তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ভোট চুরির দায়, সেই বছরের ১৫ ফেব্রুয়ারি ভোটার ছাড়া নির্বাচনের দায় তত্ত্বাবধায়ক সরকারের আছে। ২০০১ সালে কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচন করল, সেটা কীরকম নির্বাচন ছিল- আপনারা দেখেছেন। ২০০৬ সালে কেয়ার টেকার গভর্নমেন্টকেও বিএনপি নিজেদের কেয়ারটেকিং-এর জন্য একজন বিচারপতিকে ঠিক করলেন, তার বয়স বাড়িয়ে দিতে হবে যাতে তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হতে পারেন। এটা করার চেষ্টাও জনগণ ব্যর্থ করে দিলো।
তিনি বলেন, আমরা দেখলাম কেয়ারটেকার সরকার এসে আমার নেত্রীকে, আপনাদের নেত্রীকে শুধু শুধু কারাগারে দিলো। তারপর বাংলার জনগণের আন্দোলন, বাংলার জনগণের ভোটে শেখ হাসিনা সরকার গঠন করলেন এবং সেই সরকার আজকে পর্যন্ত বিদ্যমান। নির্বাচন হয়েছে ৩টা, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা পুনর্বার পুনর্নির্বাচিত হয়েছেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধান থেকে বাদ দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আদালত এক রায়ে বলে দিলো, সংসদ যদি চায় তত্ত্বাবধায়ক সরকার আরও দুইবার রাখা যেতে পারে কিন্তু এই সরকার অবৈধ। তবে যখন সংসদে এটি গেল তখন সংসদ বলে দিলো, আমরা তত্ত্বাবধায়ক সরকার রাখতে চাই না। বিএনপি এখন আবার বলছে সেই তত্ত্বাবধায়ক সরকারের কথা।
তিনি আরও বলেন, বিএনপি আদালত মানে না, জনগণ মানে না- তারা যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে দেশ বিরান হয়ে যাবে। তাদের কোনো কথায় আপনারা কান দেবেন না। আখাউড়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা শাখা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।