• আজ রাত ৩:০৫, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক-জোবাইদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় গুরুত্ব দিচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ৬, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে চিন্তিত নয় মন্তব্যে দলটির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ১৮ কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে সেই জনগণের নেতা ও তার সহধর্মিণী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার কোনো গুরুত্ব নেই। কারণ এতে তার কিছুই যায় আসে না। দেশের জনগণ বিজয়ের বেশে জনগণ তাকে দেশে ফিরিয়ে আনবে। খালেদা জিয়াকে তারা মুক্ত করবে।

রবিবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারেক দম্পতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে যুবদল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, গণতন্ত্র উদ্ধারে চলমান আন্দোলনে মামলা দেয়া হয়েছে, হত্যা করা হয়েছে। আমাদের কি দমিয়ে রাখতে পেরেছে? দেশের মানুষকে দমিয়ে রাখতে পেরেছে? পারেনি আর পারবেও না।

মহাসচিব বলেন, সেদিন সমাবেশে একজন বয়স্ক মানুষ তিন দিন ধরে শুয়ে ছিলেন, তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ‘‘আপনি এতো কষ্ট করে কেন এসেছেন? তিনি বলেন, খালেদা জিয়া ভালো মহিলা, বিএনপি ভালো দল, আমার ঘরে খাওয়া নেই বিএনপি ক্ষমতায় এলে আমার ভাতের ব্যবস্থা হবে’’। অন্য আরেকজন বুড়ো মহিলা সমাবেশে এসেছিলেন বহু কষ্ট করে, তার কাছে জানতে চাওয়া হলো আপনি কেনো এসেছেন মা? বুড়ো মা বলেন, ‘‘আমি পরিবর্তন দেখতে এসেছি’’।

বিএনপি মহাসচিব বলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন! গতকাল বরিশালে যাবার পথে ইশরাকের গাড়ি বহরে হামলা করা হলো, অথচ তার বিরুদ্ধেই মামলা করা হলো।

তিনি বলেন, দেশের মানুষ আজ জেগে উঠেছে। কোন বাধাই কাজে আসছে না। এ লড়াই গণতন্ত্র উদ্ধারের লড়াই, মুক্তির লড়াই। এ সংগ্রামে জাতি-বর্ণ নির্বিশেষে, সকল রাজনৈতিক দলকে এক হতে হবে; জাতিকে এ ফ্যাসিস্ট সরকার থেকে উদ্ধার করতে হবে।

দলটির অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ২০১৮ সালের তারেক রহমানের মামলা কবর খুঁড়ে বের করা হয়েছে, আর আপনাদের দুর্নীতি প্রকাশ্যে হচ্ছে। এর সাক্ষী দেশের জনগণ।

তিনি বলেন, ওবায়দুর কাদের বলে খেলা হবে, কার সঙ্গে খেলা হবে? বিএনপির সঙ্গে? পারবেন না। সেই খেলায় পরাজিত হবেন, কারণ সমস্ত দেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। তারেক রহমান দেশের মানুষকে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তুলেছেন বলেই তাকে দমিয়ে রাখতে মামলার হিড়িক।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মোয়াজ্জেম হোসেন আলাল, ফজলুল হক মিলন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণসহ অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Print Friendly, PDF & Email
 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

error: Content is protected !!
error: Content is protected !!