• আজ সকাল ৭:২৭, সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • shadinkhobor24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তালায় জামায়াতের-আমীর সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, স্বাধীন খবর ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ

 

তালা অফিস ॥
সাতক্ষীরার তালা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের আমীর, সেক্রেটারীসহ ৬ নেতা-কর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে এসআই (নিঃ) ইমন হাসান সংগীয় অফিসার ফোর্সসহ তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো উপজেলা জামায়াতের আমীর কাটাখালি গ্রামের মৃত শেখ ইউসুফ আলীর ছেলে মাওলানা মফিজুল ইসলাম (৫৫), সেক্রেটারী নোয়াকাটি গ্রামের মোঃ মহিউদ্দিন মোড়লের ছেলে অধ্যাপক ইদ্রীস আলী মোড়ল (৫০), জামায়াত কর্মী সুজানসাহা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে শেখ নুরুল ইসলাম(৭০), বারাত গ্রামের মোঃ আফাজ উদ্দনি শেখের ছেলে মোঃ মোশারফ হোসেন(৫১), উথালী গ্রামের মৃত আকছেদ আলী সরদারের ছেলে মোঃ আজাহারুল ইসলাম (৬৫) এবং মোঃ আমজাদ সরদারের স্ত্রী মোছাঃ রেবেকা বেগম (৫৪)।
পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরী ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা মোতাবেক তালা থানায় মামলা হয়। যার মামলা নং-১২, তারিখ-৩১/০৩/২২ ইং।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
স্বাধীন খবর ডটকম/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ